স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের সব প্রান্তেই ছড়িয়েছে করোনা সংক্রমণ। ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ১’শ ৯৮ জন আক্রান্ত নারায়ণগঞ্জে।
রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত ৩৩৩। এছাড়া মুন্সীগঞ্জে ২১৬, কিশোরগঞ্জে ২০২ ও নরসিংদীতে ১৭১ জন। পুরো চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা ৬৯৩। বিভাগটিতে সর্বোচ্চ চট্টগ্রাম জেলায় ২২০ জন শনাক্ত হয়েছে।
এদিকে, কুমিল্লায় ১৭১ ও কক্সবাজারে-৮৩ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭ জন। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৪৩৫; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ২২১ ও জামালপুরে ১১০ জন।
রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ৩১৭। বিভাগটিতে সর্বোচ্চ রংপুর জেলায় ১২৮ জন শনাক্ত হয়েছে। খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা ২১৮। এ বিভাগে সবচেয়ে বেশি ৭৯ জন আক্রান্ত যশোরে। সিলেট বিভাগে আক্রান্ত ১৮০, এর মধ্যে হবিগঞ্জেই ৭৩ জন। এছাড়া রাজশাহী বিভাগে ১৬২ এবং বরিশালে ১৪৬ জনের শনাক্ত হয়েছে করোনা।
Leave a reply