Site icon Jamuna Television

লকডাউন ভেঙ্গে গ্রেফতার পুনম পান্ডে

করোনা সংক্রমণ ও বিস্তার রোধে ভারতজুড়ে চলছে লকডাউন। আর এই সময়ে গৃহবন্দি থাকার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বেরিয়ে পড়লেন ভারতের বিতর্কিত ও আবেদনময়ী অভিনেত্রী পুনম পান্ডে। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।

রোববার নিজের লাক্সারি গাড়ি নিয়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে বের হবার পর তাকে গাড়িসহ গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশ জানায়, লকডাউন ভেঙে গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে গেলে তাঁর গাড়ির গতিরোধ করে পুলিশ। ফলে তার বিরুদ্ধে লকডাউন ভঙ্গের দায়ে অভিযোগ অভিযোগ দায়ের হয়। সেইসাথে তাকে গাড়িসহ আটক করা হয়।

ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ২২,১৭১ দাঁড়িয়েছে।

Exit mobile version