ইরানী নৌবাহিনীর প্রশিক্ষনের সময় ডেস্ট্রয়ার থেকে ভুলক্রমে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির একটি মালবাহী জাহাজ ডুবে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। খবর আনাদুলু এজেন্সির।
হরমুজের জামারান এলাকা থেকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে বানানো একটি সি-৮০২ নূর ক্ষেপণাস্ত্র দেশটির মালবাহী জাহাজ কনারাকে গিয়ে আঘাত হানে।
দেশটির সামরিক এলিট ফোর্স আইআরজিসি জানিয়েছে, এটি চিনতে না পারার ভুলের কারণে হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল না।
হামলার সময় কনারাক নামে ওই জাহাজটিতে কমপক্ষে ৩০ থেকে ৪০ জন ক্রু ছিলেন। পারস্য উপসাগরে ইরান-মার্কিন উত্তেজনা কেন্দ্র করে হরমুজে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করছে ইরান। একই সঙ্গে বাড়িয়েছে সামরিক মহড়াও।
এই মহড়া থেকেই রোববার ভুলবশত ওই হামলা হয় নিজেদের জাহাজে।
Leave a reply