ভারতের উত্তর প্রদেশে আলিগড়ের একটি স্কুলের পাঠ্য বইয়ে জাকির নায়েক কে ইসলামিক হিরো বা ‘গুরুত্বপূর্ণ ইসলামি ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এভাবে পরিচয় করিয়ে দেওয়ায় বিতর্কের মুখে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি প্রকাশ্যে আসায় উত্তর প্রদেশের শিক্ষা দপ্তর বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে নেমেছে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ।
ভারতে জাকির নায়েক সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত। এরমধ্যে পাঠ্য বইয়ে তাকে ইসলামিক হিরো হিসেবে উল্লেখ করায় নতুন করে আবার সমালোচনা শুরু হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যেম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, আলিগড়ের ‘ইসলামিক মিশন স্কুল’ এর প্রকাশিত বইটির নাম ইলম-উন-নাফে, এ্টি প্রথম শ্রেণির শিক্ষার্থীদের একটি সাধারণ জ্ঞানের বই। বইয়ের ৪০ পৃষ্টায় ৯ জন বিখ্যাত ইসলামী ব্যক্তিত্বের ছবি দেয়া হয়। সেখানে নয় ব্যক্তির মাঝে জাকির নায়েকেরও ছবি রয়েছে।
এদিকে বইটির সম্পাদনার দায়িত্বে থাকা কৌনাইন কাওসার বলেন, এ বইটি দু বছর আগে প্রকাশিত, তখন জাকির নায়েকের বিরুদ্ধে কোন মামলা ছিলো না। আগামী সংস্করনে জাকির নায়েকের ছবি বাদ দেয়া হবে।
অন্যদিকে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) প্রতিষ্ঠাতা জাকির নায়েকের বিরুদ্ধে করা সকল অভিযোগ ভিত্তিহীন বলেছেন। ২০১৬ সালে দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।
টিবিজেড/
Leave a reply