পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিন মজুরের মৃত্যু

|

পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (৩০) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জলিল ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

প্রতিবেশীরা জানায়, আব্দুল জলিল গ্রামের বিভিন্ন মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করত। মঙ্গলবার সে গ্রামের মজনু মিয়ার বাড়িতে কাজ করতে যায়। সকাল সাড়ে নয়টার দিকে ওই বাড়ির পিছনে বাঁশঝাড় থেকে সে বাঁশ কাটছিল। এই বাঁশঝাড়ের মধ্য দিয়ে বিদ্যুৎ সঞ্চালনের এলটি লাইন টাঙ্গানো ছিল। এমন সময় বাঁশ ওই বিদ্যুতের তারের উপর পড়ে আগুন ধরে যায় এবং আব্দুল জলিল ওই বাঁশের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে পড়ে।

পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানায়। খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই এলাকায় বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। পরে এলাকাবাসী জলিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply