যশোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

|

ছবি: কোতয়ালী মডেল থানা, যশোর।

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার সাড়াপোলে এ ঘটনা ঘটে।

যশোর কোতয়ালী থানার পরিদর্শক তাসনীম আহমেদ জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সাড়াপোল কলাবাগানে বেশ কিছু সন্ত্রাসী অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পালটা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় ঘটনাস্থল থেকে ২শ’ পিস ইয়াবা, ৫৪ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শ্যুটার গান ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, অভয়নগর উপজেলার রাজঘাটে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাবেক এক চরমপন্থি সদস্য নিহত হয়েছেন। আতিয়ার রহমান আতাই নামের এ ব্যক্তিকে সোমবার রাত সাড়ে ৮ দিকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে স্থানান্তর করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply