আজও মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের উত্তর, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় ৮.৪, কুড়িগ্রাম ৮.৬ দিনাজপুরে তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে কষ্ট পাচ্ছে ছিন্নমূল মানুষ। ভোগান্তি কারণ হয়েছে ঘন কুয়াশাও। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। ডায়রিয়া নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। কুয়াশার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরোর বীজতলা। অন্যান্য ফসল আবাদেও পড়েছে বিরূপ প্রভাব।
Leave a reply