নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে ইমামুল হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার তাজপুর পশ্চিম পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় রাব্বি নামে আরেক শিশু আহত হয়েছে।
স্থানীয়রা জানান, শিশু দুটি বাসার অদূরে খেলা করছিল। এসময় তারা সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশু দুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। এসময় স্থানীয় লোকজন শিশু দুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়।
খবর পেয়ে পরিবারের লোকজন শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামুল হাসানকে মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a reply