করোনা সংকটেই যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে বেসবল লিগ

|

করোনা প্রাদুর্ভাবের মধ্যে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে বেসবল লিগ। ৪ জুলাই থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের গনমাধ্যমের মতে বেসবল লিগ ‘এমএলবি’ এর স্বত্তাধিকারিরা জুলাইয়ের ৪ তারিখ থেকে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ সালের মৌসুম শুরু হবার কথা ছিলো ২৬ মার্চ। কিন্তু করোনার কারনে তা পিছিয়ে যায়।

তিন মাসের বেশি দেরিতে লিগ শুরুর সিদ্ধান্ত নেয়ায় কমিয়ে আনা হয়েছে ম্যাচ সংখ্যা। ১৬২ ম্যাচের পরিবর্তে এবার ৮২ ম্যাচ হবে লিগে। করোনার কারণে বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ হয়েছে দেশটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply