লকডাউন তুলে নেয়াসহ নানা দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। গিনিতে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ছয় জনের।
কড়াকড়ি তুলে নেয়া ও মৌলিক সরকারি সেবার দাবিতে বুধবার পথে নামে দেশটির হাজারো মানুষ। বেশ কিছু সরকারি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। জবাবে টিয়ার শেল ও লাঠিচার্জ করে পুলিশ। পরবর্তীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি শহরে।
করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত লাতিন দেশ আর্জেন্টিনা। খাদ্য কর্মসূচির পরিসর বাড়ানোর দাবিতে বুধবার ব্যাপক আন্দোলন হয়েছে দেশটিতে।
এদিকে, মেক্সিকোয় সুরক্ষা পোশাকের দাবিতে আন্দোলন করেছে নার্সরা।
Leave a reply