লকডাউনের মধ্যেই, বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে কুমিল্লার আতাপুরে অবরোধ করেছে আশা জুট মিলের কয়েক’শ শ্রমিক। সকাল ৮টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মিলটির বিক্ষুব্ধ শ্রমিকরা।
রাস্তার দু’দিকে ব্যারিকেড দিয়ে আর টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। শ্রমিকদের দাবি, এখনো পরিশোধ করা হয়নি বকেয়া বেতন। সেইসাথে সরকার ঘোষিত প্রণোদনার অর্থ দেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। এর আগেও বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়ে মালিকপক্ষ কথা রাখেনি বলে জানালেন শ্রমিকরা।
এদিকে মালিকপক্ষ আগামী রোববার বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকরা তা মানতে নারাজ। আজই বেতন দেয়ার দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে আশা জুট মিলের কর্মীরা। এতে রাস্তার দু’ধারে আটকা পড়েছে ট্রাক, প্রাইভেট কারসহ স্থানীয় যানবাহন।
Leave a reply