দেশে ২য় সর্বোচ্চ করোনা আক্রান্ত নারায়ণগঞ্জে রোগীর সংখ্যা যত

|

এখনও পর্যন্ত ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতেই করোনা আক্রান্তের সংখ্যা বেশি। রাজধানীর পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩শ’ ৪৫ জন আক্রান্ত নারায়ণগঞ্জে।

গাজীপুরে আক্রান্ত ৪৬০। এছাড়া মুন্সীগঞ্জে ২৮৩, কিশোরগঞ্জে ২০৬ ও নরসিংদীতে ১৭৩ জন। পুরো চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা ১২শ’। বিভাগটিতে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৪৯৭ জন শনাক্ত হয়েছে।

এছাড়া কুমিল্লায় ২২৫ ও কক্সবাজারে ১২৭ জন। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৪৯৬; এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই ২৬২ জন। রংপুরে বিভাগে আক্রান্তের সংখ্যা মোট ৩৫৯। খুলনা বিভাগে আক্রান্তের সংখ্যা ২৭৪। এ বিভাগে সবচেয়ে বেশি ৮৯ জন আক্রান্ত যশোরে।

সিলেট বিভাগে আক্রান্ত ২১৯, এরমধ্যে হবিগঞ্জেই ১০০ জন। এছাড়া রাজশাহী বিভাগে ১৯৭ এবং বরিশালে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply