Site icon Jamuna Television

প্লাজমা থেরাপির জন্য ক্লিনিক্যাল টেস্টের প্রক্রিয়া শুরু ঢামেকে

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শনিবার থেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি। ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনা জয়ী ব্যক্তিদের কাছ থেকে এ প্লাজমা সংগ্রহ করা হবে। একই সঙ্গে ভবন-২ এ শুরু হবে করোনা রোগীদের চিকিৎসা।

প্লাজমা থেরাপি ঠিকঠাক কার্যকর হলে উন্নত দেশগুলোর মতো দেশেও করোনা রোগীদের চিকিৎসায় এটি হবে নতুন দিগন্ত। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাজমা থেরাপি সাব-কমিটির প্রধান প্রফেসর এম এ খান জানিয়েছেন, শনিবার দু থেকে তিনজনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হবে। পরে পরীক্ষা করে দেখা হবে কতটুকু এন্টিবডি আছে। এরপর করোনা রোগীদের প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু করা হবে।

Exit mobile version