Site icon Jamuna Television

করোনা সঙ্কটের মধ্যেই আজ শুরু হচ্ছে জার্মান বুন্দেসলিগা

ছবি: সংগৃহীত

করোনা মহামারির মধ্যেই আজ শনিবার থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে জার্মান ফুটবল লিগ, বুন্দেসলিগা। স্বাস্থ্যবিধি মেনে এই প্রথম ইউরোপের কোন লিগ মাঠে গড়াচ্ছে। প্রথম দিন মাঠে নামবে ১২টি দল।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ৫ ম্যাচ। যেখানে অসবার্গের আতিথ্য নেবে ভলসবুর্গ। বরুশিয়া ডর্টমুন্ডের আতিথ্য নেবে শালকে জিরো ফোর। মুখোমুখি হবে ফরচুনা-পেডারবোর্ন জিরো স্যাভেন। হফেনহাইমের মাঠে খেলবে হার্থা বার্লিন। আর লিপজিকের আতিথ্য নেবে ফ্রেইবুর্গ। রাত সাড়ে ১০টায় ফ্রাঙ্কফুর্ট নিজেদের মাঠে লড়বে মসনেস গ্লাডবাখের বিরুদ্ধে।

কোভিড-১৯ এর কারণে প্রায় দু’মাস বন্ধ ছিল বুন্দেসলিগা। ১৮ দলের এই লিগে প্রতি ক্লাবের বাকি আছে ৯-১০টি করে ম্যাচ। এখন লিগের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ।

Exit mobile version