Site icon Jamuna Television

ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ছবি: মহেশপুর থানা, ঝিনাইদহ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে মহেশপুর উপজেলার বদ্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে দেড় বছরের সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল ওই গ্রামের রমজান আলীর স্ত্রী রত্না খাতুন। ভোররাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

তবে কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। নিহতের স্বামী রমজান আলী মাদক মামলায় জেলহাজতে আছে।

Exit mobile version