মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী ঘরমুখো যাত্রীদের ভিড় অব্যাহত আছে। ফেরিতে পার হওয়া যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ছোট গাড়ির সংখ্যা। আজও জীবনের ঝুকি নিয়ে ফেরিতে গাদাগাদি করে পদ্মাপাড়ি দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার ভোর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। এই নৌরুটে ১৪ টি ফেরি চলাচল করছে ও পারাপারের অপেক্ষায় আছে সাড়ে ৫ শতাধিক গাড়ি। ঘাট সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে ১৪ টি ফেরি চলাচল
করছে। এসব ফেরিতে জীবনের ঝুকি নিয়ে গাদাগাদি করে গন্তব্যে ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে মধ্যরাতে ছোটগাড়ি ও পণ্যবাহী গাড়ির অত্যাধিক চাপ পড়ে। এছাড়া ভোর থেকে ১১টা পর্যন্ত যাত্রী ও যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, ঘাট এলাকায় সাড়ে ৫ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। এছাড়া আরো শতাধিক গাড়ি ঘাটের অদূরে রাখা হয়েছে। এছাড়া প্রতি ফেরিতে ২০০ থেকে ২৫০ জন পর্যন্ত যাত্রী বহন করছে ফেরিগুলো।
Leave a reply