সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হলো ঈদ উপহার

|

মাগুরা সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হলো ঈদ উপহার

সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হলো ঈদ উপহার

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে শহরতলীর শতাধিক অস্বচ্ছল, প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শহরের কেশবমোড় এলাকার সাহা পাড়ায় সাকিব আল হাসানের বাস ভবন প্রাঙ্গনে শনিবার সকাল ১১ টায় এ নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন।

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান, করোনা পরিস্থিতিতে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাগুরায় প্রতিবন্ধী, ভিক্ষুক ও অস্বচ্ছলদের মাঝে খাদ্য বিতরণ করা রয়েছে। আমরা শুধু পৌরসভা নয় ইউনিয়ন পর্যায়েও খাদ্য সামগ্রী বিতরণ করছি।

আজ শনিবার শহরতলীর শতাধিক মানুষকে এই নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামীতে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। আমরা চাই করোনাকালে অসহায় মানুষের পাশে থাকবে সাকিব আল হাসান ফাউন্ডেশন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply