রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের ৩০ চিকিৎসকসহ ৪৭ স্বাস্থ্যকর্মী সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে বরণ করেন।
করতালির মাধ্যমে স্বাগত জানানো হয় করোনা জয় করা চিকিৎসক-নার্সদের। এসময়, করোনা জয়ী স্বাস্থ্যকর্মীরা দৃঢ় মনোবল নিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
হাসপাতালের পরিচালক জানান, করোনায় আক্রান্ত হয়েছেন ডাক্তার নার্সসহ এই হাসপাতালের ১৪৬ জন স্টাফ। তাদের মধ্যে সুস্থ হয়ে ৪৭ জনের কাজে যোগ দেয়ায়, চিকিৎসা সেবায় গতি বাড়বে।
Leave a reply