যাত্রীদের শারীরিক দুরত্ব বজায় রেখে পাকিস্তানে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু

|

করোনা মহামারীর কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারো পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে।

শনিবার করাচি বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ৮৪ জন যাত্রী নিয়ে লাহোরের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

একইসঙ্গে লাহোর ও ইসলামাবাদ রুটে বিমান চলাচল শুরু করে বেসরকারি বিমান সংস্থাগুলো।

করোনা সংক্রমণ ঠেকাতে যাত্রীদের মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব নিশ্চিতে বিমানের ভেতর আসন খালি রাখার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। এছাড়া দেশটির আরও পাঁচটি প্রধান বিমানবন্দরে সীমিত আকারে বিমান চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

তবে আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকবে পাকিস্তানে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply