আবারও ডব্লিওএইচওতে অর্থসহায়তা চালুর বিষয়ে ভাবছেন ট্রাম্প

|

আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থসহায়তা চালুর বিষয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সিদ্ধান্ত কার্যকর হলে, তহবিলে আগের তুলনায় বড়জোর ১০ শতাংশ অর্থবরাদ্দ দেবে যুক্তরাষ্ট্র।

শনিবার, টুইট বার্তায় একথা জানান ট্রাম্প নিজেই। বলেন, এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ফলে এ মুহূর্তে ডব্লিওএইচও’র কোনো কাজে কোনো ধরনের আর্থিক সহায়তা করছে না মার্কিন প্রশাসন।

এরআগে, সংস্থাটির বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে গেল ১৪ এপ্রিল অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প।

তার অভিযোগ, চীনের তথ্যের ভিত্তিতে করোনার ভয়াবহতা নিয়ে বিশ্বকে বিভ্রান্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে বরাবরই অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বছরে প্রায় ৬ কোটি ডলার অনুদান দেয়া যুক্তরাষ্ট্র ছিল সংস্থাটির সবচেয়ে বড় দাতা দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply