বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বাংলাদেশ-ভারত মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদারের সরবরাহকৃত ভারতীয় শ্রমিকরা কয়েক দফায় বিক্ষোভ করছে।
আজ রোববার সকাল থেকে ঠিকমতো খাবার ও বেতন না দেয়াসহ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে আসায় ভারতে ফিরতে চেয়ে ঠিকাদারের কাছে বেতনের দাবী জানিয়েছে তারা।
সকালে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় শ্রমিকরা বিক্ষোভ শুরু করার পরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে ভারতীয় শ্রমিকরা বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার রাস্তায় হেটে এসে বাবুর বাড়ি এলাকায় পৌঁছালে পুলিশি বাধায় গোল চত্বরে অবস্থান নেয়।
বর্তমানে ঠিকাদারের অধীনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় ২ হাজার ভারতীয় শ্রমিক কাজ করছে। এর আগে চলতি মাসের ৪তারিখ সহ কয়েক দফায় দেশে ফিরতে বিক্ষোভ করেছে এই শ্রমিকরা।
ভারতীয় শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে গেছেন।
Leave a reply