ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার

|

ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দু ওয়েইর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার তেল আবিবে তার বাসভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর বিবিসি।

গত ফেব্রুয়ারিতে দু ওয়েইকে (৫৮) ইসরায়েলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় চীন। তবে পরিবারে সদস্যরা তার সাথে ইসরায়েলে থাকতো না। এর আগে তিনি ইউক্রেনে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশের জানিয়েছে, রোববার সকালে কর্মচারীরা দু’কে তার বিছানায় মৃত অবস্থায় খুঁজে পান৷ তবে কোন সহিংসতার আলামত তারা দেখতে পাননি৷

এদিকে চীনা রাষ্ট্রদূতের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply