ভারতে চতুর্থ দফায় বাড়লো লকডাউনের মেয়াদ। ৩১ মে পর্যন্ত কড়াকড়ির ঘোষণা দিয়েছে প্রশাসন।
তবে প্রয়োজন অনুযায়ী লকডাউন কিছুটা শিথিলের সিদ্ধান্ত নিতে পারবে রাজ্যগুলো। সীমিত পরিসরে মার্কেট, দোকানপাট খোলা ও আন্তঃজেলা যানবাহন চলাচল শুরু হতে পারে কিছু রাজ্যে। তবে নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব।
এদিকে, পুরোপুরি বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট, মেট্রোরেল, হোটেল ও রেস্টুরেন্ট। ধর্মীয় সমাবেশসহ যে কোনো ধরনের সমাবেশ বন্ধ থাকবে বলেও নির্দেশনা দেয়া হয়েছে।
রোববার প্রথমবারের মতো ৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। মৃত্যু হয়েছে ১৫৪ জনের। দেশটিতে কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৯৫ হাজার ৬শ’র বেশি।
Leave a reply