Site icon Jamuna Television

ত্রাণ কার্যক্রম নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

ত্রাণ কার্যক্রম নিয়ে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আড়াই হাজার টাকার ত্রাণ কার্যক্রম খুবই স্বচ্ছ হচ্ছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, গত ৩ মাসে কেউ না খেয়ে মারা যায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করোনা থেকে জাতিকে রক্ষায় সম্ভব সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। দেশের এক তৃতীয়াংশ মানুষকে ত্রাণের আওতায় আনা হয়েছে। বাজারে নিত্যপণ্যে, মাস্ক বা পিপিই’রও সংকট নেই। ইউরোপ-আমেরিকায় দুটোরই ঘাটতি ছিল।

হাছান মাহমুদ বলেন, অন্যদলের লোকও ত্রাণ কার্যক্রমের মধ্যে আছে। তবে বিএনপি, ঢাকা ও আশেপাশে ত্রাণের নামে ফটোসেশন করছে। সরকারের কার্যক্রমে তারা হতাশা থেকে নানা কথা বলছে।

Exit mobile version