শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি ফোর সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় আম্পান।
ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, বুধবার যেকোনো সময় পশ্চিমবঙ্গের দিঘা এবং বাংলাদেশে হাতিয়া ও সুন্দরবন অতিক্রম করবে ঝড়টি। এসময় ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। নিকটবর্তী ওড়িষাতেও ঝড়ের প্রভাবে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বঙ্গোপসাগরে এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন আম্পান সোমবার ক্যাটাগরি ফাইভ সাইক্লোনে পরিণত হয়েছিল। সেসময় ঘণ্টায় ঝড়টির গতি ছিল ২৬৬ কিলোমিটারের বেশি। যদিও, সন্ধ্যা নাগাদ গতি হারিয়ে কিছুটা দুর্বল হয় ঝড়টি।
উত্তর গোলার্ধ্বে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় এটি। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, বন্যা ও জলোচ্ছ্বাসের শঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে ভারত-মিয়ানমার উপকূলেও।
Leave a reply