ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো

|

ভারতে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক লাখ। সোমবারও প্রায় পাঁচ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয় দেশটিতে। ২৪ ঘণ্টায় প্রায় দেড়শ’ মৃত্যুতে, মোট প্রাণহানি ৩২শ’র কাছাকাছি।

৩০ জানুয়ারি প্রথম সংক্রমণ শনাক্তের পরের দু’মাসে, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ছিল দেড়শ’রও কম। কিন্তু এপ্রিল থেকেই দ্রুত বাড়ে বিস্তার। ১৮ মে পর্যন্ত ৪৮ দিনে দেশটিতে সংক্রমণ বেড়েছে ৫০ গুণ।

এর মধ্যে গেল ১২ দিনেই, ৫০ হাজার থেকে আক্রান্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মহারাষ্ট্র ও গুজরাটে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply