করোনা আতঙ্কের মধ্যেই চীনে এবার আঘাত হানলো ভূমিকম্প। সোমবার সন্ধ্যায় দেশটির ইউনানা প্রদেশের ঝাওতোং শহরে আঘাত হানে এ ভূমিকম্প। খবর গ্লোবাল নিউজ’র।
জানা যায়, ভূমিকম্পে ৪ জন নিহত ও ২৩ জন আহত হয় । তবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়ার জানায়, ভূমিকম্পে ২ জন মারা যায় ও ১৩ জন আহত হয়।
স্থানীয় এক বাসিন্দা জানান, মনে হচ্ছিল বাড়িটিকে ধরে ক্রমাগাত কেউ ঝাকাচ্ছিল।
সোমবার সন্ধ্যায় ঝাওতোং শহরে রিখটারস্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। শহরটিতে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করে ।
চীনের এই অঞ্চলটি এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা বলে পরিচিত।
Leave a reply