ফেরিঘাটে আটকে পড়াদের ঢাকায় ফেরার ব্যবস্থা করবে পুলিশ: আইজিপি

|

আইজিপি বেনজির আহমেদ

ব্রিফ করছেন আইজিপি বেনজির আহমেদ

ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে ফেরিঘাটে আটকে যাওয়া সবাইকে স্ব স্ব অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেইসাথে যারা আটকে আছেন তাদের ঢাকায় ফেরার ব্যবস্থা করবে পুলিশ।

আজ এক ব্রিফিং-এ এমনটা জানান আইজিপি বেনজির আহমেদ।

এসময় আইজিপি আরও বলেন, মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ নয় বরং গুজবের বিরুদ্ধে একসাথে লরছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মঙ্গলবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ থাকলে, কিছুতেই কমছেনা যাত্রীর চাপ। সকাল থেকেই হাজারো যাত্রী এসে ফেরিঘাটে আটকে আছে।

অন্যদিকে, মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে মঙ্গলবার সকাল থেকে ভিড় করেছে ঈদকে সামনে রেখে শত শত ঘরমুখী মানুষ। এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তাতেও থেমে নেই ফেরিঘাটে মানুষের আগমন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply