ফেনী প্রতিনিধি
সারাদেশের করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারে ফেনী হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ চেকপোস্ট বসিয়েছে। ঢাকামুখী এবং চট্টগ্রাম অভিমুখী সেবা ও পণ্য পরিবহন ছাড়া বাকিগুলোকে উল্টো দিকে ফিরিয়ে দিচ্ছে।
প্রাইভেটকার, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেলসহ সব ধরনের গাড়ি বিপরীত দিকে ফিরিয়ে দেয়া হচ্ছে।
ফেনী মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজজামান জানান, সেবা ও পণ পরিবহনের গাড়ি ছাড়া সব ধরণের গাড়ি উল্টো পথে ফিরিয়ে দেয়া হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে ২৭ কিলোমিটার রয়েছে মোহাম্মদ আলী বাজারের প্রবেশ মুখে এ চেকপোস্ট স্থাপন করা হয়। গত ২৪ ঘণ্টা ধরে এক কার্যক্রম চলছে।
Leave a reply