বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকেরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত লিংক রোডের কায়েমপুর-হাজীগঞ্জ সড়ক অবরোধ করে নগরীর কায়েমপুর এলাকার ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা। এসময় বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে বিক্ষুব্ধ শ্রমিকেরা। কারখানার ভবন লক্ষ্য করে ছোঁড়া হয় ইট পাটকেল।
শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়া বেতন ও ঈদের পুরো বোনাস দাবি করলেও অর্ধেক বেতন ও বোনাস দেয়ার আশ্বাস দেয় কারখানা কর্তৃপক্ষ। তাই পুরো বেতন এবং বোনাসের দাবিতে সড়কে নেমেছে তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
Leave a reply