২০১৮ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজে যাওয়ার অনুমোদন দিয়েছে সৌদি আরব। রোববার, দু’দেশের ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে।
মক্কায় হজ্ব অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ্ব ও উমরাহ মন্ত্রী মোহাম্মদ সালিহ বেনতিন ও বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সিদ্ধান্ত হয়, হজ করতে ইচ্ছুক ৭ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ ২০ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে হযযাত্রী পরিবহন করবে।
Leave a reply