ঘূর্ণিঝড় আম্পানের কারণে ঝড়ো হাওয়ার কবলে পড়বে বেশ কিছু উপকূলীয় জেলা। সেসব জেলার ওপর দিয়ে ভারী বর্ষণসহ ঘণ্টায় ১৪০-১৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঝড়ো হাওয়ার কবলে পড়তে যাওয়া জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরােজপুর, বরগুনা, পটুয়াখালী, ভােলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাদপুর, নােয়াখালী, ফেনী ও চট্টগ্রাম জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ।
এদিকে বেশ কিছু জেলায় গতকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বৃষ্টির সাথে তীব্র বাতাসও প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা।
Leave a reply