করোনায় ক্ষতিগ্রস্ত ইতালি ও স্পেনের চিকিৎসা খাতে আর্থিক সাহায্য করতে উদ্যোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলান।
এই অর্থ সংগ্রহের জন্য আগামী বছর ইউরোপিয়ান সলিডারিটি কাপ নামের একটি টুর্নামেন্টে অংশ নেবে এই জায়ান্ট ক্লাবগুলো।
সলিডারিটি কাপে ৩ ক্লাবের মধ্যে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে, প্রথমটি হবে ইটালিতে, সে ম্যাচে অংশ নেবে ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখ। এরপর মাদ্রিদে হবে রিয়াল আর ইন্টার মিলানের ম্যাচটি। সবশেষে মিউনিখে মুখোমুখি হবে রিয়াল আর বায়ার্ন।
ম্যাচ থেকে সংগৃহীত অর্থের পুরোটাই দান করা হবে স্পেন ও ইটালির করোনা চিকিৎসা সেবায়। তবে কবে নাগাদ এই টুর্নামেন্ট আয়োজিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। স্টেডিয়ামে দর্শক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেবার পর যেকোনো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে এই ইউরোপিয়ান সলিডারিটি কাপ, বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
Leave a reply