বিশ্বে ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৮শ’ প্রাণ গেলো করোনায়

|

২৪ ঘণ্টায় আরও চার হাজার ৮শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন তিন লাখ ৩০ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৫১ লাখ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ।

বুধবার প্রায় ১৫শ’ প্রাণহানি দেখেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৯৫ হাজার ছুঁইছুঁই। নতুন ২১ হাজার সংক্রমণে, মোট আক্রান্ত প্রায় ১৬ লাখ। তবে এদিন কোভিড নাইনটিনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ব্রাজিলে। করোনার নতুন এই হটস্পটে, এদিন নতুন সংক্রমণের সংখ্যা ছিল সাড়ে ২১ হাজার। নতুন করে প্রাণ গেছে নয় শতাধিক মানুষের। মোট মৃত্যু ১৯ হাজারের মতো। নতুন করে প্রায় নয় হাজার সংক্রমণ শনাক্ত হওয়ায়, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে আক্রান্তের তিন লাখ ছাড়িয়েছে রাশিয়ায়। মোট যুক্তরাজ্য-ইতালি-স্পেনসহ ইউরোপের প্রায় সব দেশেই নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply