‘নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই’

|

ঈদুল আযহা সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

দুপুরে সচিবালয়ে জাপানের রাষ্ট্রদূত তার সাথে দেখা করতে গেলে সাংবাদিকদের প্রশ্নে উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের তিনি আরও বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা সক্রিয় করা হবে। চাল পেয়াজের দাম কমে আসছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি করা হয়েছে। প্রয়োজনে আরো আমদানি করা হবে। তবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চালের কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করছে। তাদের আইনের আওতায় আনার কথাও বলেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply