ভোলায় আশ্রয় কেন্দ্র ছাড়ছে মানুষ, স্বাভাবিক হচ্ছে জনজীবন

|

ভোলা প্রতিনিধি
ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। রাতভর ঝড়ো বাতাস আর থেমে থেমে কখনো ভারি ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বর্তমানে উৎকন্ঠা উদ্বেগ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। অনেক পরিবার আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি যাচ্ছেন।

ঝড়ে জেলা সদর ও চরফ্যাশনের ঢালচরের কিছু এলাকায় ১০/১৫টি ঘর বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বাঁধের বাইরের নিচু এলাকা।
এরমধ্যে চরফ্যাশনের ঢালচর, চর পাতিলা, চর নিজাম, মহাজনকান্দি, কলাতলীরচর, মদনপুরসহ বেশ কিছু এলাকা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবি ও গাছ চাপা পড়ে নিহত দুই পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply