সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে হাইকোর্টের বিভক্ত আদেশ

|

সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেয়ার কারণে (ফ্লোর ক্রসিং) সংসদ সদস্য পদ শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম ও আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী রুল জারি করেন। তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি আশফাকুল কামাল রিট খারিজ করে বলেছেন, সংসদ কীভাবে চলবে সেই বিধিনিষেধ ঠিক করে দেয়া বিচার বিভাগের কাজ না, বরং সংসদে প্রণীত আইন ঠিকভাবে অনুসৃত হচ্ছে কিনা সে বিষয়ে বিচার বিভাগ পর্যবেক্ষণ দিতে পারে।

৭০ অনুচ্ছেদে জাতীয় সংসদে সংসদ সদস্যদের নিজ দলের বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত রাখে। এই বিধানকে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অন্তরায় হিসেবে দেখছেন অনেকে।


যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply