মমতাকে শেখ হাসিনার ফোন

|

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ নিতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আম্পানের ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী আজ বেলা ১১টা ১০ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টেলিফোন করেন এবং পশ্চিমবঙ্গে আঘাত হানা সাইক্লোনে ক্ষয়-ক্ষতির বিষয়ে তার কাছে জানতে চান।

এসময়, মমতা ব্যানার্জি ঝড়ের তাণ্ডবে পশ্চিমবঙ্গে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানান। ঘরবাড়ি বিধ্বস্ত ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মমতা ব্যানার্জি। তিনি ঝড়ে ক্ষয়ক্ষতির খবর নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply