পাকিস্তানের আন্তর্জাতিক এয়ারলাইনসের(পিআইএ) বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার এক টুইটবার্তায় তিনি বলেন, পাকিস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করছি।
উড়োজাহাজটি ৯৮জন আরোহী নিয়ে শুক্রবার করাচির আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।
পিআইএর মুখপাত্র আবদুল সাত্তারের বরাত দিয়ে ডন জানিয়েছে, লাহোর থেকে ছেড়ে আসা এয়ারবাস এ-৩২০ উড়োজাহাজটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় কাছের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
ওই ফ্লাইটে ৯০ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন। সামাজিক মাধ্যমে আসা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ওই আবাসিক এলাকার ওপর দিয়ে কালো ধোঁয়া উড়ছে। ঘটনাস্থলে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স। সেখানে কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট-এ৩২০ অবতরণ করার সময় মডেল কলোনি আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। ছবিতে ওই কলোনিতে ধ্বংসস্তূপ দেখতে পাওয়া গেছে।
বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজটি অবতরণের ঠিক আগে দিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে চাকা খুলতে পারছিল না।
পিআইএ’র প্রধান নির্বাহী এয়ার ভাইস মার্শাল এরশাদ মালিক বলেন, পাইলট ট্রাফ্রিক কন্ট্রোল রুমে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন।
Leave a reply