বুন্দেসলিগায় আজ ৫ ম্যাচ

|

বুন্দেসলিগায় আজ আছে ৫টি ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোপার অন্যতম দাবিদার বরুশিয়া ডর্টমুন্ড আতিথ্য নেবে ভলসবুর্গের। আর রাত সাড়ে ১০টায় টেবিল টপার বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের।

শক্তি, সামর্থ, ফর্ম সবকিছুর বিচারে আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে ফেভারিট বায়ার্ন। ২৬ গোল করে লিগে টপ স্কোরার রবার্ট লেভানডোভস্কি এই ম্যাচেও বাভারিয়ান ক্লাবটির আক্রমণের মূল ভরসা। তবে দুই দলের সবশেষ দেখাটা বিভীষিকাময় ছিলো বায়ার্নের জন্য। নভেম্বরের শেষ মোকাবেলায় বায়ার্নকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ফ্র্যাঙ্কফুর্টের ক্লাবটি। ওই ম্যাচের পরই পদত্যাগ করেন সে সময়ের হেড কোচ নিকো কোভ্যাচ। এবার সেই হারের বদলা নিতে চায় বায়ার্ন মিউনিখ।

বার্য়নের চেয়ে চার পয়েন্ট পেছনে থাকা ডর্টমুন্ড মাঠে নামবে সন্ধ্যায়। ইনফর্ম ক্লাবটির মূল ভরসা দুই স্ট্রাইকার এরলিং হ্যালান্ড ও জর্ডান সানচো। সেই সাথে মাঝমাঠে থ্রোগান হ্যাজার্ড, অ্যালেক্স উইটসেলরাতো আছেই। ২০২০ সালে ৯ ম্যাচে ৮ জয় বলছে ডর্টমুন্ডের ফর্মের কথা। সবশেষ ৪ দেখায় ভলসবুর্গের বিপক্ষে শতভাগ জয় ডর্টমুন্ডের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply