রাজশাহীতে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের মৃত্যু

|

রাজশাহীর মিশন হাসপাতালে করোনা আক্রান্ত মোশারফ হোসেন (৫৭) নামের এক পুলিশ কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত মোশাররফ হোসেন(৫৭) পুলিশের উপ-পরিদর্শক(এসআই) হিসেবে নওগাঁয় রেঞ্জ রিজার্ভ ফোর্স-(আরআরএফ) শাখায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা।

১৭ মে মোশাররফ নওগাঁ থেকে রাজশাহীর চন্ডিপুর ভাড়া বাসায় আসেন এবং সেখানে অবস্থান করছিলেন। এরপর করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরীক্ষায় পজেটিভ আসে। এরপর শুক্রবার প্রথমে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে আইসোলেশন ইউনিট মিশনারী খ্রিস্টান হাসপাতালে যান। সেখানে বিকেল সাড়ে ৫টায় ভর্তি হয়। রাত এগারটার দিকে মারা যান।

প্রসঙ্গত, শুক্রবার পর্যন্ত সারাদেশে করোনাভাইরাসে ৩ হাজার ২৪৮ জন পুলিশ সদস্য আক্রান্ত এবং ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ সদরদপ্তর।

আক্রান্তদের মধ্যে ২৩৭ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এব্ং মোট আক্রান্তের ১ হাজার ২৭৭ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply