ব্যাংকনোট ও কয়েন কোয়ারেন্টাইন করবে সৌদি

|

করোনার বিস্তার ঠেকাতে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহীত সবধরণের ব্যাংকনোট ও কয়েন ২০ দিনের কোয়ারেন্টাইনে রাখবে সৌদি আরব। খবর আরব নিউজ’র।

দেশটির মুদ্রা কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য ঝুঁকি কমাতে ব্যাংকনোট ও মুদ্রা কোয়ারেন্টাইনে রাখার এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির মুদ্রা কর্তৃপক্ষ বলে, ‘বিশেষ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকনোট ও কয়েনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে। তারপর স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে তাদের আলাদা করে নোংরা ও অযোগ্য নোটগুলো নষ্ট করা হবে।

করোনাভাইরাস মোকাবিলায় ঈদুল ফিতরের দিনগুলোতে কারফিউ জারি করেছে সৌদি আরব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply