Site icon Jamuna Television

গোখরা সাপকে খাওয়াচ্ছে পানি! ভিডিও ভাইরাল

জঙ্গলের মধ্যে বিষধর গোখরা সাপকে পানি খাওয়াচ্ছেন ভারতের এক বন কর্মকর্তা- এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন অল ইন্ডিয়া সার্ভিসেস (আইএএস) কর্মকর্তা অবনীশ শরণ।

তিনি লিখেছেন, তৃষ্ণার্ত গোখরাকে পানি খাওয়াচ্ছেন এক বন কর্মকর্তা। এরকম কোনো দৃশ্য এর আগে আপনি দেখেছেন?

ভিডিওতে দেখা যাচ্ছে, বন কর্মকর্তা খুব শান্তভাবে তৃষ্ণার্ত গোখরোকে পানি পানি করিয়ে তার তৃষ্ণা দূর করার চেষ্টা করছেন।

গোখরাটিওকে খুবই শান্তভাবে সেই পানি পান করতে দেখা যাচ্ছে।

ভিডিওটি অবনীশ শরণ ২১ মে শেয়ার করলেও এটা কিন্তু পুরনো ভিডিও।

ভারতীয় বন দফতরের কর্মকর্তা প্রবীণ কাশওয়ান এই ভিডিওটি শেয়ার করেন। পরে অবনীশ তা টুইটারে শেয়ার করেন। সূত্র: এনডিটিভি।

Exit mobile version