Site icon Jamuna Television

কুমিল্লায় মার্কেটে ভিড়, সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশের ধাওয়া

কুমিল্লা ব্যুরো
কুমিল্লায় ঈদকে ঘিরে শহরের মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ৫টি টিম এবং একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মার্কেটে ঈদ শপিংয়ের উদ্দেশ্যে বের হওয়া জনগণের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও আইনের যথাযথ পালন নিশ্চিত করার বিষয়ে এসব মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

এদিকে দুপুরে কান্দিরপাড় এলাকায় মানুষের ভিড় কমাতে ধাওয়া করে পুলিশ। দ্রুত বাড়ি ফিরতে তাড়া দেয় পুলিশ সদস্যরা।

উল্লেখ্য কুমিল্লা নগরীতে কাঁচা বাজার, মুদি ও ঔষুধের দোকান ছাড়া সকল শপিং মল, ব্রান্ডশপ বন্ধ রয়েছে।

Exit mobile version