স্টাফ করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ
শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। গণপরিবহন না থাকায় মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিতে চড়ে গাদাগাদি করে করে বাড়ি ফিরছে মানুষ। এছাড়া মোটর সাইকেলে চার থেকে পাচঁগুন বেশি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। তবে অন্যান্য দিনের তুলনায় নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম দেখা গেছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল, কাচঁপুর, সদনপুর, মোগড়াপাড়া, মেঘনাঘাট, দাউদকান্দিসহ সব বাসস্ট্যান্ডেই যাত্রীদের ছিলো ভিড়। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে স্বাস্থ্যবিধি না মেনেই গ্রামের বাড়িতে যাচ্ছে যাত্রীরা।
আর এসব যাত্রীদের নেয়ার জন প্রতিটি বাস স্ট্যান্ডেই জটলা পাকিয়ে থাকতে দেখা গেছে মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকারের। যাত্রীরা কয়েকগুন বেশি ভাড়া দিয়েই গাদাগাদি করে এসব পরিবহনের করে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন।
যাত্রীদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় তাদের দ্বিগুণভাড়া দিয়ে দুর্ভোগের মধ্যে একাধিক পরিবহনে করে গ্রামের বাড়ি ফিরতে হচ্ছে।
Leave a reply