Site icon Jamuna Television

ভারতে আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য মোদি সরকারের দেড় হাজার কোটি রুপির সহায়তা

ভারতে সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তার দেড় হাজার কোটি রুপির সহায়তা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ঝড়ে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ও ওড়িষা পাবে এ অর্থ।

এরআগে বিমানে বন্যাকবলিত অঞ্চলগুলো পরিদর্শনের পর এ সহায়তার কথা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে ৫শ’ কোটি রুপি যাবে ওড়িষায়; আর এক হাজার কোটি রুপি পাবে পশ্চিমবঙ্গ।

যদিও ঝড়ে ক্ষয়ক্ষতি এক লাখ কোটি রুপির বেশি বলে দাবি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ঝড়ের পর থেকে রাজ্যটিতে এ পর্যন্ত ৮৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী ঝড়টি আঘাত হানে গেলো বুধবার।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ভারতকে পাঁচ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন।

Exit mobile version