Site icon Jamuna Television

পুলিশকে ফাঁকি দিলেও করোনা ও মৃত্যুকে ফাঁকি দেয়ার সুযোগ নেই: সেতুমন্ত্রী

পুলিশকে ফাঁকি দিয়ে ঈদে বিভিন্ন জায়গায় গেলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে নিজের সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, করোনার সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্রাজেডি বয়ে নিয়ে না আসে সে ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে।

এসময়, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বলেন জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলক পদক্ষেপ নেয়ার বিকল্প নেই।

করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রীর নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার বলেও জানান ওবায়দুল কাদের।

Exit mobile version