Site icon Jamuna Television

নীলফামারীর ৭১৩টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

অনুদানের সাথে স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেককে দেয়া হয় ১টি করে হ্যান্ড স্যানিটাইজার

নীলফামারী সদরের ১টি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের ৭১৩টি মসজিদ কমিটির হাতে তুলে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর অনুদানের চেক।

শনিবার বিকেলে স্থানীয় শিল্পকলা অডিটরিয়াম মিলনায়নে প্রতিটি মসজিদ কমিটির পক্ষে সভাপতি ও সম্পাদকের হাতে ৫ হাজার করে টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ ছাড়াও স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেককে দেয়া হয় ১টি করে হ্যান্ড স্যানিটাইজার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।

Exit mobile version