Site icon Jamuna Television

মাশরাফী, মুশফিকের মধ্যে কাকে বাঁচাবেন তামিম?

এমন কঠিন প্যাঁচে খুব বেশি পড়েননি তামিম ইকবাল। রাতারাতি উপস্থাপক হয়ে ওঠা তামিমকে লাইভ আড্ডায় দারুণ এক ঘূর্ণি জাদুতে ফেলে দিলেন মাহমুদউল্লাহ। দুই পছন্দের মানুষ মাশরাফী ও মুশফিকের মধ্যে একজন বেছে নিতে হলে কাকে বাঁচাবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক

শনিবার সাকিববিহীন চারজনেরই আড্ডাটা ছিল অনেক প্রাণবন্ত। তাদের ঘনিষ্ঠতা যেন আরও একবার ফুটে উঠলো আড্ডায়। তবে, হঠাৎ তামিমের দিকে প্রশ্ন, বাংলাদেশ দলে তার সবচেয়ে প্রিয় বন্ধু কে? তামিম প্রথমে উত্তর দিলেন, মুশফিক আছে। মাশরাফি ভাইরা আছেন। সাকিব আছে…।

কিন্তু সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহর দিক থেকে এত বড় তীর আসবে কে জানতো? তার সোজা প্রশ্ন, একটা নৌকায় দুজন আছে—মাশরাফি ভাই আর মুশি (মুশফিক)। একজনকেই বাঁচাতে পারবি। কাকে বাঁচাবি?’ কদিন আগে তাসকিন আহমেদ আর রুবেল হোসেনের সঙ্গে আলাপে এই ধরনের প্রশ্ন করে তাদের বিপাকে ফেলেছিলেন তামিম। মাহমুদউল্লাহ না মাশরাফী – কাকে বাঁচাবেন রুবেল-তাসকিন, এই ছিল সেদিন তামিমের প্রশ্ন। এবার মাহমুদউল্লাহ তামিমকে বিব্রত করার লোভ সামলাতে পারলেন না যেন।

সময় নিয়ে তামিম বললেন, যদি মাশরাফী ভাইর নাম না বলি মানুষ গালি দিবে…। মাহমুদউল্লাহ যেন ছাড়ার পাত্র নন। কোনো একজনকে বেছে নিতেই হবে তামিমের। তাতে তামিমের উত্তর, ‘মুশফিক।’

অনূর্ধ্ব-১৯ থেকে বন্ধুত্ব। তাই শেষ পর্যন্ত ম্যাশের প্রভাব ছাপিয়ে মুশফিককেই বাঁচানোর সিদ্ধান্ত তামিমের!

Exit mobile version