পাকিস্তানের করাচিতে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। শনিবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস’র মুখপাত্র জানিয়েছেন এ তথ্য।
পিআইএ জানায়, দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটির কাছে তুলে দেয়া হয়েছে এটি। ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েজ রেকর্ডার দু’টিই উদ্ধার সম্ভব হয়েছে।
এক ভিডিওবার্তায় পিআইএ প্রধান আরশাদ মালিক জানান, সবশেষ যোগাযোগের সময় কারিগরি ত্রুটির কথা জানিয়েছিলেন পাইলট। দু’টি রানওয়ে খালি থাকলেও তখনই অবতরণ না করার সিদ্ধান্ত নেন পাইলট। কিছুদূর গিয়েই আছড়ে পড়ে আবাসিক এলাকায়। শুক্রবারের দুর্ঘটনায় প্রাণ গেছে ক্রুসহ বিমানের ৯৭ আরোহীর।
করোনার বিস্তার রোধে, প্রায় দু’মাস বন্ধ থাকার পর গত সপ্তাহে পাকিস্তানের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়।
Leave a reply